বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক, দানবীর ও রাজনীতিক জনাব লায়ন এস এম জাহাঙ্গীর আলম (মানিক) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সায়েস্তানগর গ্রামে ১৪ই জানুয়ারী ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা শহীদ তরিক উল্ল্যা বীর বিক্রম, মাতা- বিশিষ্ট সমাজসেবী বেগম আংকুরের নেছা, স্ত্রী বিশিষ্ট শিল্পপতি, নারী উদ্দ্যোক্তা ও সমাজসেবী বেগম শরিফা জাহান সুমি, ভাই বিশিষ্ট শিল্পপতি মোঃ ফিরোজ আলম খোকন ও কন্যা মেধাবী ছাত্রী নাফিছা আলম (সানজি)।
জাহাঙ্গীর আলম মানিক বীর বিক্রম শহীদ তরিক উল্ল্যা সাহেবের জ্যেষ্ঠ সন্তান হিসাবে শৈশব থেকেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাঁর প্রিয় পিতার মহান স্বাধীনতার যুদ্ধে চরম আত্মত্যাগের মহাত্ম উদঘাটনে অত্যন্ত অনুসন্ধিৎসু মন নিয়ে বড় হয়ে উঠছিলেন। বয়ঃপ্রাপ্ত হওয়ার পর তথা কৈশরে পদার্পন করার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জন ও বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে তাঁর বাবার শাহাদাৎ বরন করার বিষয়টি সম্যক উপলব্দি করতে সক্ষম হন। তাঁর শহীদ পিতার আদর্শ ধারণ করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ সেবার আদর্শকে সামনে রেখে তিনি নিজেকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে লেখাপড়ায় ব্রতী হন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমাজসেবা ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে একাত্ম হয়ে বিভিন্ন জনহিতকর কর্মকান্ডে সম্পৃক্ত হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধীনে চৌমুহনী সরকারী এস এ কলেজ থেকে কৃতিত্বের সাথে ¯œাতক ডিগ্রী ও দারুল এহসান বিশ্ববিদ্যালয় থেকে এলএল,বি (অনার্স) ডিগ্রী অর্জনের পর তিনি উপলব্দি করেন দেশের ও দশের কল্যাণে অংশ গ্রহন ও অবদান রাখতে হলে আর্থিক অবস্থা উন্নয়ন প্রয়োজন এবং তৎপ্রেক্ষিতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হন।